আমার সবটুকুনি পাওয়ার মাঝে,
জড়িয়ে আছিস তুই…
বৃষ্টি ছোঁয়া মেঘেদুপুরে,
শীতের রাতকে ছুঁই..!!
মানা না মানা নিষেধের মাঝে,
মন খারাপের দিনে…
খুঁজে পাওয়ার মাঝে আছিস
এক শিশির ভেজা মনে।
গল্পগাঁথার ভিতর থেকে
এক পলকের দুরে..
অনেকটা আমার মনের মাঝে,
একটুখানি ছুঁয়ে…
কেমন করে খুঁজি তোকে,
কেমন করেই বা পাই…
কেমন করে লুকিয়ে রাখি,
আবার যে হারাই..!!
অসাধারন….
ধন্যবাদ ।
খুব খুব ভাল
সুদক্ষিণা… প্রসাদগুণসমৃদ্ধ। তোমার আরও লেখার মাধ্যমে পত্রিকার অলঙ্কৃতকরণ এবং আমাদের মানসিক উন্মুক্ততার দাবী আর আবদার সাজিয়ে রাখলাম।
Dear Joy,
Thanks for your valuable comment.
অসাধারন…..
Besh bhalo….