সবটুকুনি পাওয়ার মাঝে

আমার সবটুকুনি পাওয়ার মাঝে,
জড়িয়ে আছিস তুই…
বৃষ্টি ছোঁয়া মেঘেদুপুরে,
শীতের রাতকে ছুঁই..!!

মানা না মানা নিষেধের মাঝে,
মন খারাপের দিনে…
খুঁজে পাওয়ার মাঝে আছিস
এক শিশির ভেজা মনে।

গল্পগাঁথার ভিতর থেকে
এক পলকের দুরে..
অনেকটা আমার মনের মাঝে,
একটুখানি ছুঁয়ে…

কেমন করে খুঁজি তোকে,
কেমন করেই বা পাই…
কেমন করে লুকিয়ে রাখি,
আবার যে হারাই..!!

Avatar

সুদক্ষিণা সাধ্য

পেশায় ইন্টরিয়র ডিজাইনার। কখনো সকনো মনের খেয়ালে একটু আধটু লিখি।

More Posts

Related posts

7 Thoughts to “সবটুকুনি পাওয়ার মাঝে”

  1. Avatar সু্ব্রত সাহা

    অসাধারন….

    1. Avatar sudakshina

      ধন্যবাদ ।

  2. Avatar সু্ব্রত সাহা

    খুব খুব ভাল

  3. Avatar Joy Basu

    সুদক্ষিণা… প্রসাদগুণসমৃদ্ধ। তোমার আরও লেখার মাধ্যমে পত্রিকার অলঙ্কৃতকরণ এবং আমাদের মানসিক উন্মুক্ততার দাবী আর আবদার সাজিয়ে রাখলাম।

    1. Avatar WishScript

      Dear Joy,
      Thanks for your valuable comment.

  4. Avatar Suparna

    অসাধারন…..

  5. Avatar Priyanka Sinha

    Besh bhalo….

Leave a Comment