মরচে

ঐ মরচে ধরা নীল শাড়ীটার
আঁচলে আজ জালের সুখ;
ভালোবাসা যায় গড়িয়ে
সুখ ছাড়িয়ে কোন্ সে দুর!!
দিন শেষের ঐ রক্তিম আলোয়
চোখ ধুয়েছে কালকে সে;
ঠোঁট ছুঁয়েছে অশ্রুকণা
চিবুকেও তার আনাগোনা;
গলার কাছে ঠিক যেন সে
পেঁচিয়ে ওঠা সরীসৃপ!
শ্বাসের ওপর শ্বাস ছুটেছে
তাই কি এরা খুব চটেছে!
হা হা হা হা –  –  –  –  –  –
হাসছে যারা মুখের ওপর হাতটি রেখে,
জানে তারা জয়ী যারা ;
জয়ের কান্নাও ভারী যে!!
আমার মতো আমার ধারা;
আমার মতোই আমি সে;
তোমার তুমি জয়ী হও
আমার আমি হারতেই চাই যে!
তোমার জিতের ধ্বজা না হয় আকাশপানে যাক উড়ে;
ওতেই আমার সর্বসুখ
ওতেই তোমার কাছে ঋণী যে!!

Sudeshna Banerjee

Sudeshna Banerjee

আমি সুদেষ্ণা ব্যানার্জী..... বর্ধমান নিবাসী..... বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর..... ভালোবেসে লিখি...... স্বপ্নের তরী লেখায় ভাসায়

More Posts

Related posts