ঐ মরচে ধরা নীল শাড়ীটার
আঁচলে আজ জালের সুখ;
ভালোবাসা যায় গড়িয়ে
সুখ ছাড়িয়ে কোন্ সে দুর!!
দিন শেষের ঐ রক্তিম আলোয়
চোখ ধুয়েছে কালকে সে;
ঠোঁট ছুঁয়েছে অশ্রুকণা
চিবুকেও তার আনাগোনা;
গলার কাছে ঠিক যেন সে
পেঁচিয়ে ওঠা সরীসৃপ!
শ্বাসের ওপর শ্বাস ছুটেছে
তাই কি এরা খুব চটেছে!
হা হা হা হা – – – – – –
হাসছে যারা মুখের ওপর হাতটি রেখে,
জানে তারা জয়ী যারা ;
জয়ের কান্নাও ভারী যে!!
আমার মতো আমার ধারা;
আমার মতোই আমি সে;
তোমার তুমি জয়ী হও
আমার আমি হারতেই চাই যে!
তোমার জিতের ধ্বজা না হয় আকাশপানে যাক উড়ে;
ওতেই আমার সর্বসুখ
ওতেই তোমার কাছে ঋণী যে!!
মরচে
