আজ আকাশে সূর্যের দিকে
হাত বাড়ালাম যখন,
এক ফালি মেঘ…
বৃষ্টির জলে ভিজিয়ে দিল তখন.!!
বলল হেসে মেঘের রাজা
গুরুগম্ভীর ডাকে,
আকাশ মেঘের গল্প ছেড়ে
অন্য কথা আছে?
ভাবনা তখন উড়তে গিয়ে
হোঁচট খেয়ে থামে…
আকাশ নদী মেঘকে ছেড়ে
কি যে বলি তাকে?
দৈত্যপুরির রাজকন্যা!!
বলব নাকি তার কথা…
বেজায় কষ্ট তার মনে আজ
রাজপুত্রের নেই দেখা,
মেঘরাজা, সে রাগ দেখিয়ে
বলল তখন আমায়…
ছেলেভুলানো গল্প ছেড়ে
আসবি আসল কথায়??
আছে নাকি তোর অন্য কথা
বলবি আমায় যেটা,
সত্যি কিছু বলতে চাস…
নাকি সবটাই তোর ভাঁওতা!!
পূজার বাজার বড়ই গরম
চারদিকেতে হাঁসফাঁস,
এর মধ্যে এসব কথা..
মাথাটা কি তুই খেতে চাস.!!
রাগ কোরো না রাজামশাই…
বলছি এবার সত্যিটাই,
কোনো কথা নেই আমার;
শুধু , একবারটি তার দেখা চাই! !