হঠাৎ করে সময় এসে,
চোখ বাঁকালো নতুন বেশ এ।।
ও চোখ আমি চিনি।।।
যা রয়ে গেছে তোর মেয়ে বেলার ঠোঁট ঘেঁষে ,
পুরানো কিছু মন খারাপ আর,
রয়ে গেছে তোর এঁটো কিছু কথায়,
যেভাবে তুই কবিতায় রঙ লাগাতিস এসে,

চোখ বাঁকালো নতুন বেশ এ।।
ও চোখ আমি চিনি।।।
যা রয়ে গেছে তোর মেয়ে বেলার ঠোঁট ঘেঁষে ,
পুরানো কিছু মন খারাপ আর,
রয়ে গেছে তোর এঁটো কিছু কথায়,
যেভাবে তুই কবিতায় রঙ লাগাতিস এসে,
বুঝতে পারিনি,
সময় কিভাবে উঁকি দিত আমার কলম এ।।
আমার বেঁচে থাকার এলেম এ,
এসব তো তোর ই, তোর ই দেওয়া যত কিছু,
আর আমি দিয়েছি।।।
হ্যা, দিয়েছি তোকে কান্না।।
তাছাড়া আর কিছুনা,
কিচ্ছুটি না আমি জানি,
আমার বেঁচে থাকার এলেম এ,
এসব তো তোর ই, তোর ই দেওয়া যত কিছু,
আর আমি দিয়েছি।।।
হ্যা, দিয়েছি তোকে কান্না।।
তাছাড়া আর কিছুনা,
কিচ্ছুটি না আমি জানি,
আমি জানি কিভাবে
বাস এ টিকিট কাটতিস,
বসতে বলতিস লেডিস সিটে,
তোর আঁচল ঘেঁষে।।।
তোর মেয়েবেলা আজ আর নেই,
বটের মতন বুড়িয়েছিস তিলে তিলে,
আমি থেকেছি,
থেকেছি শুধু লিভার পোড়া alcohol এ এসে,
এখন নতুন মানুষ সাজি,
তোর নীলেতে মরতে রাজি,
যেমন কিপ্টেমি আর
বটের মতন বুড়িয়েছিস তিলে তিলে,
আমি থেকেছি,
থেকেছি শুধু লিভার পোড়া alcohol এ এসে,
এখন নতুন মানুষ সাজি,
তোর নীলেতে মরতে রাজি,
যেমন কিপ্টেমি আর
প্রেম শেষ হতো ১০ টাকার ফুচকায়
আর নোন্তা প্রেমের ঝালে এসে।।
অনেক দিনের পরে আজ,
রাত দিনেরই খেই হারাই,
কলম জোড়া নীল কালিতে,
আকাশ জোড়া মেঘ নামাই,
রাত দিনেরই খেই হারাই,
কলম জোড়া নীল কালিতে,
আকাশ জোড়া মেঘ নামাই,
প্রেম মানে তিলোত্তমা,
তর্জনী আর মধ্যমা,
আল্কুচি জলে ঠোঁট ভিজিয়ে,
পবিত্র এক নর্দমা।
এইটুকু শুধু আর শুধু তোর জন্য।।
সাধ না মিটলেও থামতে হয়।।
সময় যে আজ বড্ড দামি,
শো-রুমেতে কিনতে হয়,
সাধ না মিটলেও থামতে হয়।।
সময় যে আজ বড্ড দামি,
শো-রুমেতে কিনতে হয়,
আরও অনেক বলার বাকি,
আজকে সময় তফাৎ যাক,
তুই – আর তোর আমি তে,সময়
আজ, শহর জুড়ে প্রেম সাজাক।।
আজকে সময় তফাৎ যাক,
তুই – আর তোর আমি তে,সময়
আজ, শহর জুড়ে প্রেম সাজাক।।