আজ ক্লোরোফিল সবুজ মন আঁকুক। আজ একটা নদী পেতে দি বর্ণান্ধতার বুকে। আজ ঝর্ণায় আছড়ে পড়ুক ভালোবাসা। আজ সূর্য অস্তে সব গ্লানি পড়ুক ঝুকে। তোমার হাতে যখন তুলে দিয়েছিলাম কলম, বলিনি কি লিখতে এক টুকরো নীল আকাশ? সাদা কাগজের এক কোণে জমা রক্তে, রাঙতে কি বলি নি এক ফালি আশ্বাস। কেন সাইক্লোন এর থেকে ছিনিয়ে নাও নি গতি? তবে কেন, কেন তুমি বুঝতে পারো নি শিকড়? আজ কবিতার জোয়ার ভাটায় মেতে….. কেন পারো নি বন্ধনেতে হতে অনড়?আজ ক্লোরোফিল আঁকুক, সবুজ দ্বীপের ছবি। তোমার মনের সাইক্লোন, আজ না হয় শোনাক ভৈরবী।…
Read MoreAuthor: Jayanta Roy
নিজেকে চার পাঁচ লাইনে বাঁধাটা খুব সহজ কাজ নয়। পেশা যতই চায় বাঁধতে, নেশা ঘুরে বেড়ায় এদিক ওদিক। তাই কখনো হাতে তুলে নি কলম, কখনো বা কলম, বা কখনো ক্যামেরা হাতে হটাৎ বেরিয়ে পড়া। জন্ম রাঁচিতে, তারপর কলকাতা আর মুম্বাই হয়ে এখন চেন্নাই তে। পেশায় নাভাল আর্কিটেক্ট।