ক্লোরোফিল এর শিকড়

আজ ক্লোরোফিল সবুজ মন আঁকুক। আজ একটা নদী পেতে দি বর্ণান্ধতার বুকে। আজ ঝর্ণায় আছড়ে পড়ুক ভালোবাসা। আজ সূর্য অস্তে সব গ্লানি পড়ুক ঝুকে। তোমার হাতে যখন তুলে দিয়েছিলাম কলম, বলিনি কি লিখতে এক টুকরো নীল আকাশ? সাদা কাগজের এক কোণে জমা রক্তে, রাঙতে কি বলি নি এক ফালি আশ্বাস। কেন সাইক্লোন এর থেকে ছিনিয়ে নাও নি গতি? তবে কেন, কেন তুমি বুঝতে পারো নি শিকড়? আজ কবিতার জোয়ার ভাটায় মেতে….. কেন পারো নি বন্ধনেতে হতে অনড়?আজ ক্লোরোফিল আঁকুক, সবুজ দ্বীপের ছবি। তোমার মনের সাইক্লোন, আজ না হয় শোনাক ভৈরবী।…

Read More