“সবুজ স্মৃতি”

সময়ের সিঁড়ি বেয়ে    চলমান দিনগুলি অতিদ্রুত প্রবাহিত হয় শৈশবে মার কোলে ; কৈশোরে খেলাচ্ছলে দিনগুলি বয়ে চ’লে যায়। দেহে মনে যৌবন    গায় বসন্ত রাগ দুদিনের ফাগুয়া অবসান প’ড়ে থাকা বর্ধক্যে    ঝুলিঝাড়া হিসাবে স্মৃতির পেটিকা ভরা বাকি সব ম্লান। মার মুখে শোনা গান    মধুমাখা কলতান কৈশোরে মারামারি কত করেছি খেলার মাঠে,   পড়েছি যৌবনে প্রেমে- ভিড় ক’রে আসে কথা যত। ভেঙেছি পাখির বাসা    উড়িয়েছি পেটকাটি ছিপ ফেলে মাছ ধরা দিন তার চোখে হীরো হ’তে    সাইকেলে কেরামতি হিয়া মাঝে আজো বাজে রিনি ঝিনি ঝিন্। কালবৈশাখী ঝড়ে    আম কুড়োনোর ছলে হাতে -হাত চোখে- চোখে কথা…

Read More