
সময় – ১০ মিনিট
পরিমাণ – ৪ জনের জন্য
যা চাইঃ
| ডাব : ২ টি |
| পুদিনা পাতা : ১ আঁটি |
| লেবুর রস : ২ টেবিল চামচ |
| গ্রীন ম্যাঙ্গো সিরাপ : ৩/৪ টেবিল চামচ |
| চিনি : ২ চা চামচ (প্রয়োজন হলে) |
যা করতে হবেঃ
পুদিনা পাতা বেটে ছেঁকে রস বের করে নিন। ডাবের জলের সাথে সব উপকরণ মিশিয়ে, বরফকুচি দিয়ে পরিবেশন করুন।

This is very good for stomach