দোফসলি

Beautiful-Sunrise-Images-HD-Photos

বন্ধা মাটির বুক জুড়ে কাস্তে লাঙ্গলের দাপাদাপি

নতুন কিছু  সৃষ্টির আশায়

লড়ে যাওয়া প্রকৃতি

কখনো আসে সফলতা

কখনো বা বিফলে শ্রম

কভু আসে সোনালি ফসলের

আলোকোজ্জ্বল ঝলকানি

কভুবা এক বুক হাহাকার

আর জমাট বাঁধা কান্না

দশ মাস দশ দিনের প্রতিক্ষাতে

সর্বংসহা নারীর মত

যে আজন্ম লালিত

কষ্টকে বুকে নিয়ে

নতুন সুর্যকে পৃথিবীতে

আনয়নের প্রতিক্ষাতে

কখনো সফলতা

বা বয়ে আসা ব্যর্থতা

এ যেন সেই সর্বংসহা ধরিত্রীর

মুখ বুজে স্বীকার করে নেওয়া যন্ত্রণাকে

আগামীর আলোকে উদ্ভাসিত

এক নতুন পৃথিবীর জন্য।।

Avatar

Parichay Kundu

জন্ম ১০ ভাদ্র ১৩৭৬ (২৭ শে অগস্ট ১৯৬৬) বেথুয়াডহরী, নদীয়া ইন্ডিয়া। শিক্ষা : বিএসসি ও পরবর্তীতে মেকানিকাল এঞ্জিনিয়ারিঙে ডিপ্লোমা। বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া জীবন। বর্তমানে কেন্দ্রীয় সরকারে কর্মরত। চলার পথে ঘটে যাওয়া ঘটনাগুলি উঠে আসে লেখনীতে।

More Posts

Related posts

One Thought to “দোফসলি”

  1. সুচন্দ্রা মুখার্জী সুচন্দ্রা মুখার্জী

    অপুর্ব… নতুন সৃষ্টির অপেক্ষায় রইলাম

Leave a Comment