বন্ধা মাটির বুক জুড়ে কাস্তে লাঙ্গলের দাপাদাপি
নতুন কিছু সৃষ্টির আশায়
লড়ে যাওয়া প্রকৃতি
কখনো আসে সফলতা
কখনো বা বিফলে শ্রম
কভু আসে সোনালি ফসলের
আলোকোজ্জ্বল ঝলকানি
কভুবা এক বুক হাহাকার
আর জমাট বাঁধা কান্না
দশ মাস দশ দিনের প্রতিক্ষাতে
সর্বংসহা নারীর মত
যে আজন্ম লালিত
কষ্টকে বুকে নিয়ে
নতুন সুর্যকে পৃথিবীতে
আনয়নের প্রতিক্ষাতে
কখনো সফলতা
বা বয়ে আসা ব্যর্থতা
এ যেন সেই সর্বংসহা ধরিত্রীর
মুখ বুজে স্বীকার করে নেওয়া যন্ত্রণাকে
আগামীর আলোকে উদ্ভাসিত
এক নতুন পৃথিবীর জন্য।।
অপুর্ব… নতুন সৃষ্টির অপেক্ষায় রইলাম