আজ আকাশে সূর্যের দিকে হাত বাড়ালাম যখন, এক ফালি মেঘ… বৃষ্টির জলে ভিজিয়ে দিল তখন.!! বলল হেসে মেঘের রাজা গুরুগম্ভীর ডাকে, আকাশ মেঘের গল্প ছেড়ে অন্য কথা আছে? ভাবনা তখন উড়তে গিয়ে হোঁচট খেয়ে থামে… আকাশ নদী মেঘকে ছেড়ে কি যে বলি তাকে? দৈত্যপুরির রাজকন্যা!! বলব নাকি তার কথা… বেজায় কষ্ট তার মনে আজ রাজপুত্রের নেই দেখা, মেঘরাজা, সে রাগ দেখিয়ে বলল তখন আমায়… ছেলেভুলানো গল্প ছেড়ে আসবি আসল কথায়?? আছে নাকি তোর অন্য কথা বলবি আমায় যেটা, সত্যি কিছু বলতে চাস… নাকি সবটাই তোর ভাঁওতা!! পূজার বাজার বড়ই গরম…
Read MoreAuthor: সুদক্ষিণা সাধ্য
পেশায় ইন্টরিয়র ডিজাইনার।
কখনো সকনো মনের খেয়ালে
একটু আধটু লিখি।
সবটুকুনি পাওয়ার মাঝে
আমার সবটুকুনি পাওয়ার মাঝে, জড়িয়ে আছিস তুই… বৃষ্টি ছোঁয়া মেঘেদুপুরে, শীতের রাতকে ছুঁই..!! মানা না মানা নিষেধের মাঝে, মন খারাপের দিনে… খুঁজে পাওয়ার মাঝে আছিস এক শিশির ভেজা মনে। গল্পগাঁথার ভিতর থেকে এক পলকের দুরে.. অনেকটা আমার মনের মাঝে, একটুখানি ছুঁয়ে… কেমন করে খুঁজি তোকে, কেমন করেই বা পাই… কেমন করে লুকিয়ে রাখি, আবার যে হারাই..!! সুদক্ষিণা সাধ্যপেশায় ইন্টরিয়র ডিজাইনার। কখনো সকনো মনের খেয়ালে একটু আধটু লিখি।More Posts
Read More