মরচে

ঐ মরচে ধরা নীল শাড়ীটার আঁচলে আজ জালের সুখ; ভালোবাসা যায় গড়িয়ে সুখ ছাড়িয়ে কোন্ সে দুর!! দিন শেষের ঐ রক্তিম আলোয় চোখ ধুয়েছে কালকে সে; ঠোঁট ছুঁয়েছে অশ্রুকণা চিবুকেও তার আনাগোনা; গলার কাছে ঠিক যেন সে পেঁচিয়ে ওঠা সরীসৃপ! শ্বাসের ওপর শ্বাস ছুটেছে তাই কি এরা খুব চটেছে! হা হা হা হা –  –  –  –  –  – হাসছে যারা মুখের ওপর হাতটি রেখে, জানে তারা জয়ী যারা ; জয়ের কান্নাও ভারী যে!! আমার মতো আমার ধারা; আমার মতোই আমি সে; তোমার তুমি জয়ী হও আমার আমি হারতেই চাই…

Read More

স্বপ্ন উড়ান

আকাশ বুকে উড়বো বলে , সাধ জেগেছে খুব। ওই পাখীদের সঙ্গী হবো যাবো অচীনপুর। মেঘের সারি আদর দেবে বলবে মুচকি হাসি, আমাকেও তোর সঙ্গে নিবি? আমিও আকাশ বুকে ভাসি! সূয্যি যখন আবীরে রাঙিয়ে দিল মুখ, আহা! কি অচেনা মায়া ! তাতেই অলীক সুখ! রাত্রিসুখে মোহিত হবো তারার দেশে গিয়ে, তাই যে আমার মন মাধুরি দিচ্ছে সপ্তনদী পাড়ি, ব্যাথার কথা ব্যাথাই জানুক আজ ব্যাথার সাথেও আড়ি! এ যে আমার ব্যর্থ হিয়ার সার্থক অভিলাষ, দিগন্তে তাই রঙের নাচন , চলছে মনমাতালের মন হারানোর মাস! আজ তাই সব ছেড়ে ওই আকাশ বুকে কাটাবো…

Read More

পাগল মন

অভিমানী রাত থমকে আছে আসবে নতুন ভোর; নতুন তালে বাঁধবে সে সুর; গড়বে নতুন কোনো স্বেচ্ছাচারী ডোর! গানের সুরে মাভৈ: বাণী; মন মাতানো ভাষা; রং বেরংয়ের ছবি এঁকে জানাবে ভালোবাসা! অতীতকালের ভগ্নঘরে; নগ্ন ভবিষ্যত; তোর সাথেই করবে খেলা তোর ছায়াপথ! একলাপথে কাকে খুঁজিস! ওরে পাগল মন; একলা চলায় সাহস লাগে; তা পায় রে কয় জন! একতারাতে স্বপ্ন বিধুর; তারে যেই না পড়ে টান; মন কারা ঐ সুরখানাতে মনব্যথী উচাটন! তার মাঝেতেই পাগল মনে যেই না ছন্দ ওঠে মন ভ্রামরী মধুর খোঁজে রামধনু রং লোটে!! 

Read More