বাড়ি থেকে আমার বিদ্যালয়ের দূরত্ব ১৫ কিমি অর্থাৎ বাইকে করে প্রায় ৩০ কিমি আসা-যাওয়া, আমার নিত্যদিনের সফর। বিদ্যালয়ে যোগদান করার পর পরই কিনেছিলাম বাইকটি।প্রথম প্রেমিকার মতো,নিজের উপার্জনে কেনা প্রথম বাইকও জীবনে কম গুরুত্বপূর্ণ নয়! ছেলেদের কাছে। অনেক স্বপ্ন,অনেক সুখ-দুখের স্মৃতি জড়িয়ে থাকে এর চাকায় চাকায়। কখনো প্রিয় বন্ধুদের সাথে শহর তোলপার,কখনো প্রেমিকাকে প্রথম বাইকে বসানোর গর্বিত হাসি,কখনবা মাঝরাতে শ্মশানে প্রিয়জনকে শেষ বিদায় দিয়ে,বুকে শুন্য রাজপথ….লেগে থাকে এর ধাতব নিশ্বাসে। সেই দিন ছিল শনিবার, বিদ্যালয়ে অর্ধদিবস। ছুটির ঘন্টা পড়বার সাথে সাথেই, মেঘের শঙখ নাদ জানান দিল, বৃষ্টি-সুন্দরীর আগমনের বেশি দেরী নেই।…
Read MoreAuthor: Bivash Gupta
আমি বিভাস গুপ্ত। স্কুল শিক্ষকতা করি। কিন্তু পড়াশোনার থেকে বেশি বাচ্ছাদের সাথে খেলতে আর ওদের পিছনে লাগতে ভালোবাসি। সব কাজ উলটো পাল্টা করতে আমি দক্ষ।তবুও মাঝে মাঝে জীবনের অভিজ্ঞতা বা অনুভূতি গুলো লিখতে চেষ্টা করি। এছাড়া খেতে এবং খাওয়াতে ভালোবাসি বলে একটু আধটু রান্নাও করি শখে।