
আকাশের রঙ মেঘলা আর কিছুটা সিন্দুরে,
লাল তবু লাল নয়,
ঢাকা ভালবাসার চাদরে।
কিছু বাস্তব,আধা-বাস্তব,পরা-বাস্তব এই রাত,
আমার আমিতে নেই যে আমি
তোমার শরীরে রাত।।
শরীরে শরীর নেশার খেলায়;
শরীর মিলিয়ে নেয়।
রাত স্বপ্নেরা নিঝুম হয়ে ঘুম চোখে মিশে যায়।।
রাতের আধারে ফুল হয়ে ফোটে গন্ধে মাতাল হই,
বুকের ভেতরে সেই আদিম-ধ্বনি, আমি যে আমার নই।।
লাল তবু লাল নয়,
ঢাকা ভালবাসার চাদরে।
কিছু বাস্তব,আধা-বাস্তব,পরা-বাস্তব এই রাত,
আমার আমিতে নেই যে আমি
তোমার শরীরে রাত।।
শরীরে শরীর নেশার খেলায়;
শরীর মিলিয়ে নেয়।
রাত স্বপ্নেরা নিঝুম হয়ে ঘুম চোখে মিশে যায়।।
রাতের আধারে ফুল হয়ে ফোটে গন্ধে মাতাল হই,
বুকের ভেতরে সেই আদিম-ধ্বনি, আমি যে আমার নই।।
Khub sotti kichu onubhuti