ভারী গর্জনে ভাঙলো ঘুম, উঠলাম বিছানা ছেড়ে,ঘন কালো আকাশটাতে শুধু মেঘ রয়েছে জুড়ে।দু চার ফোঁটা শুরু হতে এক ছুটে ঘরের বাইরে,পিছন থেকে মায়ের ডাক ‘ঘরে চলে আয় রে’।ভিজবো বলেই ছুটেছিলাম হলো না আর ভেজা,মাতাল জলের ধারা বাইরে, ফিরলাম ঘরে সোজা।ঝরঝর করে পড়ে চলে অবিরাম বারিধারা,বই-খাতারা সব ডাকছে আমায় দেবো না কোনো সাড়া।বৃষ্টি থামলে দেখতাম জানালার ওই গ্রীল ধরে,চকচক করে মুক্তোর দানায় কচুপাতা রয়েছে ভরে।দরজাটা খুলে দেখি আমার বন্ধু রয়েছে দাঁড়িয়ে,কাগজের নৌকা বানিয়ে মোরা দিলাম জলে ভাসিয়ে।’রেইনি ডে’ –এর ঘোষণায় আজ স্কুল হয়েছে ছুটি,কাল শুনবো না কোনো কথা ভিজবো বলে রাখি।
Read MoreAuthor: Amit Laskar
Residence of Batanagar, West Bengal. Served in IAF for 20 Years. Presently working in a leading digital printing industry.