স্বপ্ন

images

কিছু স্বপ্ন চুরি গেছে,
কিছু হল ছিনতাই,
কিছুটা ঘুমের ঘোরে,
কিছু দুশ্চিন্তায়।

কিছু স্বপ্ন ভ্রষ্ট পথে,
কিছু দলদলে,
কিছুটা কলার ভেলায়
বেহুলার কোলে।

কিছু স্বপ্ন চৌকাঠে,
কিছু চোরাবালিতে,
কিছু হাবুডুবু খায়
নর্দমার নালিতে।

কিছু স্বপ্ন মহাশূন্যে,
কিছু মহাসাগরে,
কিছু সাহারার বুকে
ঝরে যায় অঝোরে।

কিছু স্বপ্ন জমে আছে
এখানো এ বুকে,
কিছুটা উড়িয়ে দিলাম
প্রেয়সীর সুখে।

Avatar

Surajit Shee

আমি সুরজিৎ সী, পশ্চিম মেদিনীপুর জেলার একটি অত্যন্ত ছোট্ট অখ্যাত গ্রামে থাকি।

More Posts

Related posts

Leave a Comment