ভ্রুনের জন্ম….
প্রানের পরশ পেল মা
জঠর যন্ত্রনায় আঁকা হয়
সৃষ্টির আলপনা
ধীরে ধীরে জাগে
প্রানের অস্তিত্ব
কাটে সময় কাটে দিন
পুর্নতা পায় মাতৃত্ব
সৃষ্টিকে আগলে রাখায়
মায়ের অবদান
রোদ বৃষ্টি মাথায় নিয়ে
চলে রোপণ ধান
পিঠে বয়
সংসারেরই বোঝা
সন্তানকে সঙ্গে নিয়ে
সুখটুকুকে খোঁজা
এ এক অপরুপ সৃষ্টি
জাগিয়ে তোলে প্রান
আপন মহিমায় গড়ে
আপন সম্মান
উর্বর সেই মাটির দেশে
প্রানের বীজ বোনা
উঠবে জেগে আশার আলো
ফলবে ফসল সোনা
থাক দু:খ থাক যন্ত্রণা
লুকিয়ে বুকের মাঝে
মায়ের আবেগ অনুভুতি
সৃষ্টিসুখের মাঝে।।
প্রানের পরশ পেল মা
জঠর যন্ত্রনায় আঁকা হয়
সৃষ্টির আলপনা
ধীরে ধীরে জাগে
প্রানের অস্তিত্ব
কাটে সময় কাটে দিন
পুর্নতা পায় মাতৃত্ব
সৃষ্টিকে আগলে রাখায়
মায়ের অবদান
রোদ বৃষ্টি মাথায় নিয়ে
চলে রোপণ ধান
পিঠে বয়
সংসারেরই বোঝা
সন্তানকে সঙ্গে নিয়ে
সুখটুকুকে খোঁজা
এ এক অপরুপ সৃষ্টি
জাগিয়ে তোলে প্রান
আপন মহিমায় গড়ে
আপন সম্মান
উর্বর সেই মাটির দেশে
প্রানের বীজ বোনা
উঠবে জেগে আশার আলো
ফলবে ফসল সোনা
থাক দু:খ থাক যন্ত্রণা
লুকিয়ে বুকের মাঝে
মায়ের আবেগ অনুভুতি
সৃষ্টিসুখের মাঝে।।