যাও যাও গিরিবর হে আনো মেয়ে নন্দিনী ভবনে,
আমি দেখিতে পাহিয়াছি গৌরীরূপ আমারো স্বপনে,
মস্তে পরিয়া রাজমুকুট; নাসিকা সজ্জিত কাঞ্চন নথে,
বসে আছে হে আমার উমা পশম আসনে,
যাও যাও গিরিবর হে আনো মেয়ে নন্দিনী ভবনে,
ভাঙ্গর ভিখারী জামাই তোমার ওরে দুখ বিলাছে দিবানিশি,
আমি দেখেছি সপনে নারদ বচনে জয়া কাঁদিছে মা মা করি; হইয়া আবেশী,
সোনার বরন দূর্গা আমার শোকেতে হইয়াছে কয়লা,
উমার যত বসন ভূষণ বেচে মাতাল হয়েছে বেয়াড়া ভোলা|
আমি দেখিতে পাহিয়াছি গৌরীরূপ আমারো স্বপনে,
মস্তে পরিয়া রাজমুকুট; নাসিকা সজ্জিত কাঞ্চন নথে,

বসে আছে হে আমার উমা পশম আসনে,
যাও যাও গিরিবর হে আনো মেয়ে নন্দিনী ভবনে,
ভাঙ্গর ভিখারী জামাই তোমার ওরে দুখ বিলাছে দিবানিশি,
আমি দেখেছি সপনে নারদ বচনে জয়া কাঁদিছে মা মা করি; হইয়া আবেশী,
সোনার বরন দূর্গা আমার শোকেতে হইয়াছে কয়লা,
উমার যত বসন ভূষণ বেচে মাতাল হয়েছে বেয়াড়া ভোলা|