চিলি সয়াবিন

Chilly Soyabean

উপকরণঃ
সয়াবিন – ১০০ গ্রাম
সাদা তেল – ৩ চামচ
ক্যাপসিকাম – ১ টা মাঝারি মাপের
পেঁয়াজ – ৩ টে মাঝারি মাপের
টমেটো স্যস – ১/৩ কাপ
সয়া স্যস – ১/৩ কাপ
চিলি স্যস – ১/৩ কাপ
ভিনিগার – অল্প
গোলমরিচ গুঁড়ো – সামান্য
রসুন বাটা – ১/২ চা চামচ
কর্নফ্লাওয়ার – ২ চা চামচ
ধনেপাতা – সাজানোর জন্য
প্রণালীঃ

  1. প্রথমে সয়াবিন সেদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে।
  1. জল ঝরা সয়াবিন থেকে বাড়তি জল চিপে বের করে সেগুলিকে গোলমরিচ গুঁড়ো আর ভিনিগার দিয়ে মেখে রাখতে হবে ১০ মিনিট।
  1. সাদা তেল এ রসুন বাটা দিয়ে ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিতে হবে। আগে পেঁয়াজ একটু অল্প নরম ভেজে নিয়ে ক্যাপসিকাম দিলে ভালো হয়।সিম আঁচে পুরো রান্নাটা হবে।
  1. ক্যাপসিকাম নরম হয়ে এলে গোলমরিচ গুঁড়ো আর ভিনিগার দিয়ে মাখা সয়াবিন দিতে হবে।
  1. একটি পাত্রে তিনটি স্যস ভালকরে মিশিয়ে রান্নার মধ্যে দিতে হবে।
  1. ৫ মিনিট নাড়াচাড়ার পর স্বাদমতন নুন ও চিনি দিতে হবে। (সয়াস্যস এ কিন্তু নুন থাকে, তাই নুন দেবার আগে একটু দেখে নিলে ভালো)।
  1. কর্নফ্লাওয়ার জলে গুলে রান্নার মধ্যে দিয়ে একটু নাড়িয়ে আঁচ বন্ধ করে দিতে হবে।
  1. ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায়।

Related posts

Leave a Comment