আমি যে আমার নই

download-1
আকাশের রঙ মেঘলা আর কিছুটা সিন্দুরে,
লাল তবু লাল নয়,
ঢাকা ভালবাসার চাদরে।
কিছু বাস্তব,আধা-বাস্তব,পরা-বাস্তব এই রাত,
আমার আমিতে নেই যে আমি
তোমার শরীরে রাত।।
শরীরে শরীর নেশার খেলায়;
শরীর মিলিয়ে নেয়।
রাত স্বপ্নেরা নিঝুম হয়ে ঘুম চোখে মিশে যায়।।
রাতের আধারে  ফুল হয়ে ফোটে গন্ধে মাতাল হই,
বুকের ভেতরে সেই আদিম-ধ্বনি, আমি যে আমার নই।।
Avatar

Debmita Mitra

Myself Debmita Mitra, from Kolkata. Now working in Infinitude Global as a Marketing Exec. I love to be free spirited and use to express my thoughts and emotion by my passion i.e. dancing and writing.

More Posts

Related posts

One Thought to “আমি যে আমার নই”

  1. Avatar Nandita Mitra

    Khub sotti kichu onubhuti

Leave a Comment