মনের দোলাচল
ভালোবাসার আকাশে আবেগের ঝর্না
নিঃশব্দে ঝরে চলে, নয়ন দুয়ারে
ভালবাসার বালুচরে, একাকীত্বের চোরাবালি
স্বপ্ন ভাঙ্গার জোয়ারে
জীবন আজ সাদাকালো,শূন্য, শুকানো বাগানের মালি
পশ্চিম আকাশে জীবন সূর্য্যির অস্তাচলের গোধূলি
তবুও আজও তুমি ওই আকাশের ধ্রুবতারা
আমার জীবন-সূর্য্যি অস্ত যাক বা নাই বা যাক
তোমার ভালোবাসার চাঁদ সেই আকাশে চির বর্তমান
চিরনিদ্রায় যাবে জীবন যেদিন, একটাই ভাবনার অবশেষ
স্বপ্নে শুধু তুমি এসো সেদিন
হয়তো কখনও বৃষ্টি যদি আসে
ভেবে নিও ওই পবিত্র ধারায় আছি আমি
কখনও শান্ত সকালের কোমল রৌদ্র তোমায় কষ্ট দেয়
অনুভব করবে ওই সোনালী কিরনে আমার উপস্থিতি
বাতাসের মধ্যে আমি জড়িয়ে, মিশ্রিত, হয়েছি বিলীন
বহমান ছন্দছাড়া হয়ে, চলে যাবো তোমায় ছুঁয়ে
মনের দোলাচলে ইচ্ছা হলে আমায় রাখো আটকায়ে
থেমে যাবো, রয়ে যাবো তোমার ওই ঠোঁটের কোলে, চিরতরে।