আজকের রাতটা শুধু চেয়ে চেয়ে দেখছি,
দেখছি ওই চাঁদটাকে,
আর দেখছি কেমন করে ও ওর আলোমাখা আদরটাকে দিয়ে চারিপাশের মেঘগুলোকে ঘুম পাড়াচ্ছে।
মেঘগুলোও কেমন বাধ্যছেলের মতো শুতে চলে যাচ্ছে তারাদের আড়ালে…
শুধু আমি এখনও চেয়ে আছি চাঁদটার দিকে হ্যাংলার মতো,
ভাবছি নিয়ে আসবো এক্টুখানি আদর মুঠোয় ভরে পৃথিবীর বুকে,
জমিয়ে রাখবো আমার একচিলতে স্মৃতিকৌটোয়,
যেখানে রাখা আছে বাকি সব আদরগুলো।
কিন্তু হঠাৎ দেখি সে’আদর ধরেনা আমার কৌটোয়,
বিকৃত হয়ে যায় হাবিজাবি আদরের ভীড়ে।
আর আমি ছুট্টে গিয়ে দরজায় খিল দি-
ভাবি; থাক আজ নাহয় হলোনা,
কিন্তু একদিন ঠিক আসবে যেদিন পৃথিবী আর পৃথিবীর বাইরের সব আদরগুলোকে মুঠোয় ভরতে পারবো।
উপচে পড়বে সব আদরগুলো আবারও ধরার চেষ্টা করবো,
আর হ’বো পৃথিবীর সবথেকে ধনী আদুরে মেয়ে ।।
দেখছি ওই চাঁদটাকে,
আর দেখছি কেমন করে ও ওর আলোমাখা আদরটাকে দিয়ে চারিপাশের মেঘগুলোকে ঘুম পাড়াচ্ছে।
মেঘগুলোও কেমন বাধ্যছেলের মতো শুতে চলে যাচ্ছে তারাদের আড়ালে…
শুধু আমি এখনও চেয়ে আছি চাঁদটার দিকে হ্যাংলার মতো,
ভাবছি নিয়ে আসবো এক্টুখানি আদর মুঠোয় ভরে পৃথিবীর বুকে,
জমিয়ে রাখবো আমার একচিলতে স্মৃতিকৌটোয়,
যেখানে রাখা আছে বাকি সব আদরগুলো।
কিন্তু হঠাৎ দেখি সে’আদর ধরেনা আমার কৌটোয়,
বিকৃত হয়ে যায় হাবিজাবি আদরের ভীড়ে।
আর আমি ছুট্টে গিয়ে দরজায় খিল দি-
ভাবি; থাক আজ নাহয় হলোনা,
কিন্তু একদিন ঠিক আসবে যেদিন পৃথিবী আর পৃথিবীর বাইরের সব আদরগুলোকে মুঠোয় ভরতে পারবো।
উপচে পড়বে সব আদরগুলো আবারও ধরার চেষ্টা করবো,
আর হ’বো পৃথিবীর সবথেকে ধনী আদুরে মেয়ে ।।
