অন্ধকারের এই প্রভাতে জানাই তোমায় সুপ্রভাত।
নবীন প্রানের এই শ্মশানে,জানাই তোমায় সুপ্রভাত।
সূর্যদয়ের এই তমসায়,সূর্যাস্তের এই আলোতে.
আমরা সুধুই ছুটে বেরাই স্বাধীনতার সন্ধানেতে।
নারীরা সুধুই ভোগ্যপন্য?
পন্য বিকোচ্ছে বিশ্বজুড়ে।
মায়া-মমতা-স্নেহের লাশ খুজেছি তাই কবর খুঁড়ে।
অগ্রদূত আজ কোথায় তুমি কোথায় তোমার ‘ পথের দিশা ‘?
এ কোন জ্বালায় জ্বলছে সবাই
মিটবে কিসে তাদের তৃষা?
ভালবাসা ও নিরাপত্তা
এসব এখন গল্পকথা,
আতংকের এই আর্তনাদে
জীবন যেন এক রুপকথা।
উদিত রবির রক্তিমাভা, রক্তধারার নিশান লাগে।
পুর্নিমার ওই জ্যোৎস্নায় যেন,
দুঃস্বপ্নেরই স্বপ্ন জাগে।
বন্ধু তোমায় এই প্রভাতে জানাচ্ছি তাই সুপ্রভাত।
নবীন প্রানের রক্তলেখায় জানাই তোমায় সুপ্রভাত।।