হে মোর প্রিয়া
মোর মন কান্ডারী
আমি অর্জুন …. আমি যোদ্ধা বীর
আমি উজ্জ্বল নক্ষত্র উন্নত এক শির
আমি দেখিয়াছি কৃষ্ণের বিশ্বরূপ
আমি বুঝিয়াছি জীবনের সত্য স্বরূপ.
আমি ধনুক বিদ্যায় বিশ্ববন্দিত
আমি সুপুরুষ বহুচর্চিত
আমি কুন্তিপুত্র মাতৃভক্ত
আমি ইস্পাত ন্যায় কঠিন শক্ত
প্রিয়া মোর এতো সবাই জানে
তুমি কি জানো সখী ..
এই সব তীর হয়ে বিঁধে প্রাণে
আমি জানি আমি পরাজিত
আমি এক প্রাণ বিবেক লুন্ঠিত
একবার চেয়ে দেখো মোর নয়নের তারা
বক্ষ মাঝে নিঃশব্দে বহিতেছে রক্তধারা
নিজ প্রাণ ভোমরারে নিজ হাতে করিয়াছি দান
বুক বেঁধে বাজি রাখিয়াছি নিজ প্রাণ
জায়া মোর কখনও খোলোনি কেন রুদ্ধ ফটক.
চেয়ে দেখোনি কেন
মোর নয়নের জল নয়নগহ্ববরে রাখিয়াছি বন্ধক.
তুমি তো সর্বংসহা নারী মোর প্রিয়া
তুমি তো জানো সখী কষ্টের কি মায়া
তবে কেন এত বিষ দগ্ধতা
কেন এতো তীক্ষ্ণ বারতা
কেন বুঝলে না প্রিয়া মোর
তব ওষ্ঠে অন্যের স্পর্শ
কি বিষ জ্বালা বয়ে আনে …
আনে আগুনে দগ্ধ ব্যথা অদৃশ্য
বিশ্ব বন্দিত নাহয় হলাম আমি
তবু চির পরাজিত রয়ে যাবে মোর অন্তর্যামী
তাই শুধু নিবেদন ,ওগো মোর প্রিয়তমা
একবার নিজ গুনে মোরে করো তুমি ক্ষমা
