একটু আগে কিছু প্রতিবাদী বুর্জোয়াসুলভ বিপ্লবী হুমকির বার্তা সেঁটে গেছে লাল বেদীর ওপর,
চলে গেছে তারা; তাঁদের হেঁটে যাওয়া পথে পড়ে রয়েছে আলগোছে ছুঁড়ে দেওয়া আদেশ-
“ধর্মঘট সফল করুন;সফল করুন”, এরপর তারা আর হয়তো ফিরে আসবেনা ।
সে সু্যোগে opposition’ও ফাঁকা মাঠে গোল দিয়ে ক্ষান্ত হয়েছে কিছুটা।
সবার সব গাজোয়ারি শেষ,
এই মুহুর্তে ফাঁকা পড়ে রয়েছে শুধু সেই লাল বেদিটা।
দুটো বেপরোয়া দেহাতি বাচ্চা এসে বসেছে তাতে,
এবার তাদের আরাম করে দেড়পয়সার মালাই চেটেপুটে খাওয়ার পালা,
যে’ই আসুক সে জায়গা করতে-
একচুলও জায়গা ছাড়বেনা তারা।
শুধু এটুকু স্বস্তি কাল আর মালিকের মার খেতে হবেনা,
খিদে পেটে খদ্দেরকে এগিয়ে দিতে হবেনা একপ্লেট আস্ত মুরগি আর গরম ভাত,
ছ্যাঁকা লাগা নরম হাতে মাজতে হবেনা বড়েসাহাবদের এঁটো বাসন পত্তর….
