শুধু তোমার কথা শুনে
দিন কাটছে ঘাস গুনে
জানি হেরেই যাবো রণ
আমার অস্ত্র নেই তূণে
তোমার কথার মাঝে বিষ
আমি চাইনি দিতে কিস
তবু কাম প্রবণ মন
ক্রোধে জ্বলছে অহর্নিশ
এখন ঘরের ভেতর গড়
তুমি আপন হয়েও পড়
আমি তাই করেছি পণ
এবার ছেড়েই দেব ঘর
চলুক চু কিত-কিত চু
গুণিন ব্যথায় দেবে ফুঁ
তবু হাড়েতে টনটন
শরীর ঝলসে দিল লু