কিছু চাওয়া, অবুঝের মত,
কিছু বলা, না বোঝার মত,
কিছু ভাবনা, গভীর হত,
যদি জানতাম ।
কিছু আশা, ভরসাহীন
কিছু বোঝা, ভাবনাহীন
কিছু ভরসা, আর হত
যদি বুঝতাম
কিছু চাওয়া, অবুঝের মত,
কিছু বলা, না বোঝার মত,
কিছু ভাবনা, গভীর হত,
যদি জানতাম ।
কিছু আশা, ভরসাহীন
কিছু বোঝা, ভাবনাহীন
কিছু ভরসা, আর হত
যদি বুঝতাম