পিপাসা

মধ্যাহ্নের মরুপথ প্রখর রৌদ্র থমথমে চাহনি।
তোমার হাতে দেখেছি এক রক্তমাখা হৃৎপিণ্ড,
নীল ধমনীতে বয়ে যেতে উন্মত্ত এক নদী,
দুচোখে দেখেছি অগ্নিচুর্ণ আগুনের স্ফুলিঙ্গ।
হাতবাক আমি জানতে চাইনি কিছু,-
ওই রক্তাক্ত ক্ষতবিক্ষত হৃদপিণ্ডটা কার?
সহসা যে নদী বয়ে যায় সে নদীর উৎস কোথায়?
চোখে যে আগুন দেখি সে আগুন লাগলো কেমনে?
বিবেক চেতনা অনুভূতিরা গিয়ে ছিল মরে,
তুমি তো বোবা ছিলে তখন, বধির ছিলে তুমি,
দৃষ্টি তোমার হারিয়েছিল মরীচিকা দেখে।
ছিল শুধু পিপাসা আর পিপাসা আর পিপাসা…
Avatar

Surajit Shee

আমি সুরজিৎ সী, পশ্চিম মেদিনীপুর জেলার একটি অত্যন্ত ছোট্ট অখ্যাত গ্রামে থাকি।

More Posts

Related posts

Leave a Comment