পাগল মন

অভিমানী রাত থমকে আছে
আসবে নতুন ভোর;
নতুন তালে বাঁধবে সে সুর;
গড়বে নতুন কোনো স্বেচ্ছাচারী ডোর!
গানের সুরে মাভৈ: বাণী;
মন মাতানো ভাষা;
রং বেরংয়ের ছবি এঁকে জানাবে ভালোবাসা!
অতীতকালের ভগ্নঘরে;
নগ্ন ভবিষ্যত;
তোর সাথেই করবে খেলা
তোর ছায়াপথ!
একলাপথে কাকে খুঁজিস!
ওরে পাগল মন;
একলা চলায় সাহস লাগে;
তা পায় রে কয় জন!
একতারাতে স্বপ্ন বিধুর;
তারে যেই না পড়ে টান;
মন কারা ঐ সুরখানাতে মনব্যথী উচাটন!
তার মাঝেতেই পাগল মনে
যেই না ছন্দ ওঠে
মন ভ্রামরী মধুর খোঁজে
রামধনু রং লোটে!!
 
Sudeshna Banerjee

Sudeshna Banerjee

আমি সুদেষ্ণা ব্যানার্জী..... বর্ধমান নিবাসী..... বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর..... ভালোবেসে লিখি...... স্বপ্নের তরী লেখায় ভাসায়

More Posts

Related posts

Leave a Comment