পথিক

Travel

নতুন বছর আসে নতুন উদ্দামের সাথে,

দেয় আমার মনের কোনায়….

প্রবল ইচ্ছা নতুন কিছুর দেখার ||

জাগায় মনে অনেক নতুন পথ চলার | |

 

চলি আমি অন্তহীন , অজানার সন্ধানে ,

খুজে বেড়াই সত্যের হাতছানি নিঝুম অন্ধকারে | |

কখনো নামি অনন্ত গভীরে ,

চলি আমি মৌন হয়ে দিগন্তের পথে ||

 

কখনো বা চলি ইচ্ছাবিহীন ——

কখনো বা খুজে যাই পথ , দিশাহীন ;

ভাসবো না আমি হারিয়ে ধুসর মরু তটে,

বানাবো নতুন পথ , নতুন জীবনের দৃষ্টিকোণে ||

 

জীবনের পথে চলমান গাড়ি ————

চালাই নিশিদিন ,

চলছে পুরন্ত , সাহসী মনে …. হয়ে ভ্রান্তিহীন |

নতুন আশা নিয়ে চলি আমি বার বার ,

হ্যাঁ….আমিই সেই “পথিক”,দুর্গম পথে চলার ||

Avatar

Shalini Sen

Fun loving, energetic… Full of spirit. I love to experience new things. Recently I am studying B.ed from St.Xavier’s College, Kolkata… Pursuing my dreams is my passion… I have taken one step to experience another new journey with Wish script. Hope you all enjoy…. Happy Reading!!

More Posts

Related posts

Leave a Comment