জানি,
তখন এক অন্য সকাল হাতছানি দেয়,
অন্য আকাশ হাসে,
অন্য মাটির রঙ সাজাই,
তেলচিটে ক্যানভাসে,
রাত্রি তবু বাধ সাধে না,
তোর মরমে আর কাঁদে না,
আকাশ শুধু হাসে,
অন্য আকাশ হাসে,
অন্য মাটির রঙ সাজাই,
তেলচিটে ক্যানভাসে,
রাত্রি তবু বাধ সাধে না,
তোর মরমে আর কাঁদে না,
আকাশ শুধু হাসে,
সে হাসতে ভালবাসে।।
শহর জোড়া রক্ত,
আজও তোর গন্ধ ছড়ায়,
তোর সুখেরই ইশারায়,
ধমনিজাল বুনে বেরায়।।
তাই বুঝি আজ হাল ছেড়েছি,
তোর ঠোঁটেতে বিষ ঢেলেছি,
মরে যাওয়ার আশায়,
রক্তাভ কুয়াশায়।।
তোর সুখেরই ইশারায়,
ধমনিজাল বুনে বেরায়।।
তাই বুঝি আজ হাল ছেড়েছি,
তোর ঠোঁটেতে বিষ ঢেলেছি,
মরে যাওয়ার আশায়,
রক্তাভ কুয়াশায়।।
লেখার আজ দিন যে শেষ,
রক্ত মেখে নিরুদ্দেশ,
নতুন শুরুর রেশ রেখে আজ,
আমি বরং একলা থাকি,
ওটাই হবে বেশ।।
রক্ত মেখে নিরুদ্দেশ,
নতুন শুরুর রেশ রেখে আজ,
আমি বরং একলা থাকি,
ওটাই হবে বেশ।।