চুপিচুপি

নিথর বনানী হারিয়েছি পথ
তুমি আমি দুজনায়
পথের শেষের অজানা স্বপ্ন
রয়েছে অপেক্ষায়
ছায়াপথে চলা পাখির কুজন
হাতে হাত রেখে আমরা দুজন
এগিয়েছে পথ দিঘির টানে
গভীরতা খোঁজে জীবনের মানে
দিঘির ঘাটে  শান্ত বিকেলে
পা ছুঁয়ে রাখা শীতল জলে
সবুজে ঢেকেছে যেন তার কুল
বুকে ফুটে আছে শালুকের ফুল
বৃষ্টির ফোঁটা পদ্ম পাতায়
নিঃশব্দে জীবন মাতায়
চোখে চোখে আজ অনেক কথা
নিস্তব্ধতা দিয়েছে বারতা

images-1

সুচন্দ্রা মুখার্জী

সুচন্দ্রা মুখার্জী

সুচন্দ্রা মুখার্জী চন্দননগর হুগলী, ইন্ডিয়া। শিক্ষা : কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক। ছোট্ট থেকেই স্বপ্ন দেখতে ভালবাসা। সেই স্বপ্নেরই ফসল এইসব টুকরো লেখা।

More Posts

Related posts

Leave a Comment