শারদীয়া – কিছু টুকরো স্মৃতি

পুজো শব্দটার সাথে জড়িয়ে আছে আপামর বাঙ্গালীর সমস্ত আবেগ। অনেক ভালোলাগা, পুরনো স্মৃতি, দেদার আড্ডা, হয়তো কিছুটা বিষাদের ছোঁয়া সবই মিলেমিশে যায় এই আবেগে। যুগ বদলেছে, তার সঙ্গে বদলেছে মানুষের জীবনযাত্রা। সভ্যতার উন্নতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মানুষের দৈনন্দিন চাহিদা; তাদের আদব-কায়দা, ফ্যাশন এমনকি খাওয়াদাওয়া। প্রাচ্য-পাশ্চাত্যে আদান প্রদান সংস্কৃতির আঙিনা ছারিয়ে অনেকদিন আগেই ঢুকে পড়েছে আমাদের অন্দর মহলে। এত কিছুর মাঝেও বদলায় নি পুজো নিয়ে মানুষের আবেগ। পুজো নিয়েও আমাদের ধ্যান ধারনার বদল যে হয় নি, তা নয়। সেখানেও অনেক বৈচিত্র এসেছে, জাঁকজমক বেড়েছে। সাবেকি পুজোর সাথে পাল্লা দিয়ে…

Read More