– একটু চুলের খোপাটা খুলে দাও তো… – কেন? কি হলো আবার!!! – একটা ব্যাপার কিছুতেই বুঝে উঠতে পারছিনা… – কি ব্যাপার, আমিও একটু শুনি… – তুমি রঙ মেখেছো, না রংগুলো তোমায় মেখেছে…! পৃথিবী বসন্ত মেখে সেজে উঠেছে, না বসন্ত তোমায় ছুঁয়ে সাজবার আবদার করছে…! বৃষ্টিবিন্দু গুলো বসন্তে ভিজতে এসেছে, না মুক্তোদানা গুলো তোমার অবাধ্য এলোচুলের আঙুলমাখা আবদারে হারিয়ে যেতে চায়…সেটাই বুঝে উঠতে চাইছি… – তোমার মত শান্তিনিকেতন পেয়ে ‘আমি’ বসন্ত সেজে উঠেছি… – না…! ‘তুমি’ বসন্ত পেয়ে ‘আমি’ শান্তিনিকেতন সেজে উঠেছে.. – আচ্ছা গো আচ্ছা….এবার তো চুলটা বেঁধে দাও……
Read More