বাংলা সাহিত্য ও ভাষার উৎকর্ষতা

সাহিত্যরসের উৎস সন্ধানের প্রতি অনুসন্ধিৎসা লইয়া জীবনের ক্ষণিক সময় অতিবাহিত করিয়া উপলব্ধি হইল যে ইহার মূলধন হইতে আমি বঞ্চিত। ত্রিধারায় বাহিত এই রসে স্নাত হইয়া অনাবিল আনন্দ উপভোগ করা এক আর ইহার উৎসে গিয়া সৃষ্টি জিনিসটি আরেক রকমের।যেকোনো সাহিত্যেই ইহার ধর্মের পরিবর্তন নাই। অন্তর্দৃষ্টি শক্তির উপলব্ধিকে লইয়া বাহিরের প্রকাশনা শক্তির মধ্য দিয়া সাহিত্য রচনায় ব্যস্ত লেখক সমাজ সাহিত্যসুলভ বহু রচনার সৃষ্টি করিয়া আসিয়াছেন।ইহাতে সাহিত্যের উৎকর্ষতা বৃদ্ধি পায় নাই।অর্থাৎ সাহিত্যসুলভ রচনার বৃদ্ধিতে সাহিত্যের উৎকর্ষতা বারংবার মূলধনের অভাব বোধ করিয়াছে । ইহার অর্থ আমি কাহারো লেখনী শক্তি বিচারে বসি নাই আজ। বলিতে…

Read More