দেখেছো কি?পথের ধারে সেই মরা ফুলটা
সেটা শুকিয়ে আছে পড়ে পথের ধারে এক আস্তা কুঁড়ে?
ঝোপ-ঝাড় আগাছার ভিড়ে
স্থান পেতে চেয়েছিল সে সুন্দর এক ফুলদানিতে…।
সে তার কল্পনার সঙ্গে রঙ মিশিয়ে তৈরি করেছিল একটা স্বপ্ন,
কুঁড়ি থেকে ফুটাবার মুহুর্তে
যৌবনের দুর্বার আবেগে
জীবনের কঠোর বাস্তবতাকে অস্বীকার করে
প্রাধান্য দিয়েছিল সে তার স্বপ্নটাকে…।
তারপর?
তারপর অসহায়তা আর অবহেলা
দিল ভেঙ্গে তার স্বপ্নটাকে…!
তার জন্ম পরিচয়
আনল তাকে টেনে কঠিন বাস্তবতার জগতে;
আর তার গৌরব আর সৌন্দর্য করল ফিকে,
ভাগ্যে জুটল
একরাশ ঘৃণা, নোংরা আর পথের কর্দমাক্ত জলের ছটা,
ফুলদানির বদলে ঠাঁই হল তার আস্তাকুঁড়ে…।
মরে গেল ফুলটা…!
না না ফুল নয়,
ফুলের কুঁড়ি
বসন্তে না ফোটার জন্য….!!