অনাগত বসন্ত

02-5-ways-to-preserve-flowers-silica-gel

দেখেছো কি?পথের ধারে সেই মরা ফুলটা

সেটা শুকিয়ে আছে পড়ে পথের ধারে এক আস্তা কুঁড়ে?

ঝোপ-ঝাড় আগাছার ভিড়ে

স্থান পেতে চেয়েছিল সে সুন্দর এক ফুলদানিতে…।

সে তার কল্পনার সঙ্গে রঙ মিশিয়ে তৈরি করেছিল একটা স্বপ্ন,

কুঁড়ি থেকে ফুটাবার মুহুর্তে

যৌবনের দুর্বার আবেগে

জীবনের কঠোর বাস্তবতাকে অস্বীকার করে

প্রাধান্য দিয়েছিল সে তার স্বপ্নটাকে…।

তারপর?

তারপর অসহায়তা আর অবহেলা

দিল ভেঙ্গে তার স্বপ্নটাকে…!

তার জন্ম পরিচয়

আনল তাকে টেনে কঠিন বাস্তবতার জগতে;

আর তার গৌরব আর সৌন্দর্য করল ফিকে,

ভাগ্যে জুটল

একরাশ ঘৃণা, নোংরা আর পথের কর্দমাক্ত জলের ছটা,

ফুলদানির বদলে ঠাঁই হল তার আস্তাকুঁড়ে…।

মরে গেল ফুলটা…!

না না ফুল নয়,

ফুলের কুঁড়ি

বসন্তে না ফোটার জন্য….!!

Avatar

Vivek Raj

আমি ভালবাসি এবং সন্মান করি পৃথিবীর সব মানুষদেরই, আর তাইতো আমিও সব মানুষদের কাছ থেকেও তেমনটাই চাই। বিশ্বাস করি, জ্ঞান আহরণ কোনো বয়স কিংবা নির্দিষ্ট সময়ের মাঝে সীমাবদ্ধ নয় বরং মানুষ চাইলে সারা জীবন ধরেই শিখতে পারে, আর তাইতো আমি আজও শিখেই চলেছি এবং শিখছি। আসলে কি, মানুষের অনুভুতিটা হলো সুন্দর একটা Painting যা কখনই নষ্ট হয় না। মানুষের চেহারাটা হলো সুন্দর একটি বইয়ের মত, সেটাকে পড়তে চেষ্টা করতে হয়। এবং ভালবাসা জিনিসটা হলো খুবই মূল্যবান, তাই এটাকে সঠিক মর্যাদা দিতে হয়। আর বন্ধুত্ব হলো সুন্দর একটি আয়নার মত, তাই সেটাকে খুব যত্ন করে রাখতে হয়, যেন ভেঙ্গে না যায়। আর তাইতো অনুভূতিটাকে স্পর্শ করতে চাই, পড়তে চাই অনেক বই, মর্যাদা দিতে চাই মানুষগুলোকে এবং যত্ন করে ধরে রাখতে চাই সম্পর্ক গুলোকে। যখন যা মনে আসে, সেটাকেই প্রকাশ করার চেষ্টা করি, অনেকটা শখের বশেই।

More Posts

Related posts

Leave a Comment