
সেই কবে থেকে পথ হাঁটা শুরু।
জানি না কতটা পথ হয়ে গেছে হাঁটা!
তোমার হৃদয় পথ ধরে হাঁটতে হাঁটতে
কখনো ভাবিনি এতটা অচেনা সেই পথ…
স্পন্দনের ধ্বনিতে মিশে ছিল শুকনো
পাতার শব্দের মতো একাকিত্ব। ভাবিনি।
ভাবিনি….. এতোটা অতল নীলে ডুবে
আছে তোমার গভীর নিলয়!
এতো কাছাকাছি থাকা, তবুও এতোটা
দূরের পথ। ছায়ায় ছায়া মিশে থাকা-
তবু অচেনা হৃদয় গলি।
ক্লান্তি যখন ঘুম বয়ে আনে তোমার
অলিন্দের রক্ত স্রোতে…. ফিরবো
বলে ভাবি। দেখি ফেরা-পথ… মুছে যায়
একমুখী জীবন তোড়ে।
জানি না কতটা পথ হয়ে গেছে হাঁটা!
তোমার হৃদয় পথ ধরে হাঁটতে হাঁটতে
কখনো ভাবিনি এতটা অচেনা সেই পথ…
স্পন্দনের ধ্বনিতে মিশে ছিল শুকনো
পাতার শব্দের মতো একাকিত্ব। ভাবিনি।
ভাবিনি….. এতোটা অতল নীলে ডুবে
আছে তোমার গভীর নিলয়!
এতো কাছাকাছি থাকা, তবুও এতোটা
দূরের পথ। ছায়ায় ছায়া মিশে থাকা-
তবু অচেনা হৃদয় গলি।
ক্লান্তি যখন ঘুম বয়ে আনে তোমার
অলিন্দের রক্ত স্রোতে…. ফিরবো
বলে ভাবি। দেখি ফেরা-পথ… মুছে যায়
একমুখী জীবন তোড়ে।
ফিরবো
বলে ভাবি। দেখি ফেরা-পথ… মুছে যায়
একমুখী জীবন তোড়ে।
Daroon!! Aro lekha chai.