মনের মাঝে হাজার কথা রেখেছিলাম লুকিয়ে,
পারলাম না তো বলতে তোমায়
একবারটিও গিয়ে।
যতবারই ভেবেছি এবার
বলব তোমায় গিয়ে,
ততবারই ভুলেছি সে কথা
তোমার কাছে গিয়ে।
দেখলে পরে তোমায়
কি যে হয় কিছুই বুঝি না,
বলব ভেবেও বলা আর আমার
হয়ে ওঠে না।
বলব বলব এই ভেবে
সময় গেল কেটে,
আজ তুমি আমার থেকে
রয়েছ অনেক দূরে।
চাকরী পেয়ে বাইরে আছ
নতুন জীবন নিয়ে,
আমি এখানে আছি ভাল
তোমার স্মৃতি নিয়ে।।
স্মৃতি নিয়ে

Very Nice..
Thank you
Valo hoye6e
Thank you
Khub Bhalo
Thank you
Osadharon didimuni… 🙂
Thank you everyone