আমাদের মধ্যে বিরাজ করেন আত্মা এবং অহংবোধ। একটু গভীর ভাবে চিন্তা করলেই পরিষ্কার হয়ে যাবে যে এই দুটি বস্তু সম্পূর্ণ বিপরীতধর্মী।এই দুই বিপরীতধর্মী বস্তুর সহাবস্থান আছে আমাদের অন্তরে। আলো -অন্ধকার ,দিন -রাত্রির মতোই এরা যুগপৎ অবস্থান করে আছে।আমাদের কথায় মূলতঃ প্রাধান্য পায় এই অহং। আমার ছেলে ,আমার স্বামী ,আমার বাড়ী ,আমার টাকা -আরও কত কী। কিন্তু এই ‘আমি ‘বা ‘আমার ‘উৎপত্তিস্থল কোথায় ? উপনিষদে ‘অহম ক:’?-এই প্রশ্ন আছে। আমি কে ?কোথা থেকে এলাম ?মৃত্যর পরে আমি কোথায় যাব ?এরই নাম আত্মজিজ্ঞাসা। আত্মজিজ্ঞাসা মানে আত্মাকে জানার ইচ্ছা। বেদান্তের মূল তত্ত্বই হচ্ছে…
Read MoreAuthor: Urmila Sen
ঊর্মিলা সেন সুরেন্দ্রনাথ সান্ধ্য কলেজের অর্থনীতির অধ্যাপিকা। অধ্যাপনার পাশাপাশি উনি বাচিক শিল্পের সাথেও যুক্ত আছেন। অধ্যাত্ম বিষয়ে উনি নিয়মিত বিভিন্ন পত্র পত্রিকায় প্রবন্ধ লেখেন। এছাড়া , বিধাননগর রামকৃষ্ণ বিবেকানন্দ কেন্দ্রে উনি একই বিষয়ে পাঠও করেন। নিউ টাউন বই মেলা সমিতির সাথেও উনি প্রত্যক্ষ ভাবে জড়িত আছেন।