চারপাশে কত পবিত্র উচ্চারণ–কত বিচিত্র রূপ, কত ছায়ার কথা,কথার ছায়া– তুমি কেন নিশ্চুপ? ঐ শোন বাজে সুর -ছন্দের যোগ্য যুগলবন্দি, ওদের সাথে করেই ফেলো এবার কলমসন্ধি। তোমার বুকেও বারুদমাখা আকাশ মাটির গল্প, দুটি চোখের ক্যানভাসে যে রঙিন চিত্রকল্প। আঙুলজুড়ে শব্দেরা সব করছে কেমন খেলা, আলোর রঙে তোমার কলম ডোবাও না এইবেলা। বাঙ্ময় হোক চুপকথারা– নীরব আছে যারা, উন্মুখ মন অপেক্ষাতে হাসুক রূপকথারা। ShilpidasStudied at LakeTown Girls’ High School, Bolpur Girls’ High School ,Visva Bharati. Living at Bolpur.More Posts
Read MoreAuthor: Shilpidas
Studied at LakeTown Girls' High School, Bolpur Girls' High School ,Visva Bharati. Living at Bolpur.