গভীর অন্ধকারে, যখন সবাই ঘুমের দেশে, তখন, ছোট ছোট শহরের মত, রাতের আকাশের তারার মত, জ্বলতে থাকে ইস্পাত নগরী দূর্গাপুরের কারখানার আলোগুলি। ঠিক যেন মনে হয়, কেউ ছোট্ট শহরকে আলোয় মুড়ে রেখেছে জায়গায় জায়গায়, যেন জানাতে চায়, শিল্প নগরী ঘুমায় না। সেভাবেই হয়তো দূর্গাপুর কে অধিকাংশই চেনে, ডাক্তার বিধান রায় এর তৈরী তিনটি স্যাটেলাইট টাউন এর মধ্যে একটি। বাকি দুটি, কল্যাণী আর খড়গপুর, শিক্ষা নগরী হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দার জন্য কিন্তু সে সময় দূর্গাপুর ঘুরে দাঁড়িয়ে নিজেকে ধীরে ধীরে শিক্ষা এবং শিল্পনগরী দুটো তেই নিজেকে প্রমাণ করে পুনরায় পুরনো জায়গায় ফিরে…
Read MoreAuthor: Shruti Goswami
Shruti Goswami is an Architect Planner from the industrial town of Durgapur, West Bengal. She is an avid reader of prose, but finds her expression in poetry. Love is her greatest motivator. Her poems have been published in several National and International anthologies. Her book, Another Soliloquy, launched in October 2014, is a collection of 50 verses jointly with Ananya Chatterjee. She also writes poems and short stories in Bengali and they have been published in magazines and newspapers like Ei Samay. She has also written poems for a short film script "Eshona", and plays the lead protagonist in a short film Nijaswi,to be released soon. Travelling and reading are her favourite pastimes.