আজ ঘুম ভেঙ্গে দেখি নিঃশব্দে জল ঝরে গাছে কাল রাতে তখনও তোর পালক চুয়ে ঝরে পরছে দু-এক ফোঁটা ভিজে আছে সকাল ভিজে মাঠ ঘাট জানলার কার্নিশে তখনও বাকি কিছু জল কেউ জানেনা কখন গভীরে নীরবে এত জল ঝরে গেছে তোকে ছুঁয়ে মন দেওয়ালে ভেজা জলের ছাপ চোখের কোলে এখনও জমে আছে জমাট অভিমান জানি একদিন ঝরে যাবে সব হলুদ পাতা তুইও মুছে দিস সব পিছুটান Sinka DasMore Posts
Read More