ভীতু পরী

আজকাল চারিদিকে যা দেখছি তা নিয়ে দু’কলম লিখে ফেললাম। ভুল হলে দয়া করে মাফ করে দেবেন। একটি মেয়ের গল্প শোনাই, নাম হল তাঁর পরী, কলেজে সবে উন্নিত সে, কেটেছে পায়ের বেড়ি। ফেসবুক আর টুইটারে তাঁর বিরাট কেরামতি, ‘ডরাব না আমি ভিখারি রাঘবে’ -এই স্তোত্রেই সে ব্রতী। 21 শতকে নারী কেন থাকবে অসহায় ? নারীত্ববাদ তাই ওড়ে পরীর মনন ধ্বজায়। বাসে ট্রামে তে কায়ায় স্পর্ষ নয়তো ঘৃণ্য আঁখি বর্ষণ, হায় রে নারী নিভৃতে কাঁদে,রোজ হতে হয় ধর্ষন। পুরুষের স্কণ্ধে স্কণ্ধ মেলালে নারীর জোটে রোষ, হ্যাঁ, আজকের দিনেও মেয়ে হওয়া গর্হিত এক…

Read More

আজকে হঠাৎ…

আজকে হঠাৎ অজানা এক আজব কাণ্ড হল, ট্রেনে করে ফিরছি দেখি আকাশ ছলছল । রক্তকরবী মেঘ এল, ঈশাণ হল কালো, বারিধারা সপ্তসুরে অশান্ত রাগ সুধাল। আমি বললাম ‘এখানে কেন ? যা না কোন দূর রেগিস্তানে’, বৃষ্টিমামার বেজায় গোঁসা এহেন তড়িৎ প্রস্হানে । কানের কাছে ফিসফিসিয়ে কঠিন তার প্রশ্ন, লড়াই আজ তো পেটের জন্য, কোথায় আজ স্বপ্ন ? বরুনদেবের বাক্যশূলে বিদ্ধ হল হৃদয়, অশ্রু হল ফল্গুধারা, ঘনিয়ে এল ভয় । অপাংক্তেয় এ দৃষ্টি আমার ব্যাকুল হল আজ, সত্য এ বর্ষাবাণী, কিসের তরে কাজ ? তীব্র হল বর্ষণ, কাঁপল মনের বল, আমার…

Read More