তোমাকে

তোমাকে আজ তোমার করে চিনছি শরীর জুড়ে ঝুলতে থাকা আয়নায় হঠাৎ করে বৃষ্টি এলেই দিলখুশ ঠোঁটের কষের নুন ধুয়ে দেয় কান্না এমন সময় ট্রামলাইনের দিক ভুল চোখের উপর চুল উড়ে এসে পড়ছে ফুটপাথ জুড়ে কারা রেখে গেছে পিলসুজ নোনা দেওয়ালও তোমার কথাই বলছে সাগর ছুঁয়ে নৌকা এল তারপর ডাকবাক্সে অলিভ পাতার গল্প পেরেক থেকে ঝুলিয়ে দিলে ঘর-দোর আমার জানলা তোমায় পেল, অল্প? অগত্যা সেই শহর হলে শুনশান জলের থেকে বিয়োগ যাচ্ছে বাষ্প দূর পাল্লার ট্রেনের টিকিট কনফার্ম আয়না জানে, মনের কাঁচও ঠুনকো Suvadip ChakrabortyHardest thing is to describe ourselves !!…

Read More

হারিয়ে যাওয়া মানুষের ডায়েরী পড়ার পর

সংকেত পাঠাবার কোনও উপায় না থাকলে, নির্জন দ্বীপে নিজেদের মত আস্তানা গড়ে নেয় মানুষের দল। সেখানে সব গাছের গায়ে গায়ে লিখে রাখে তাদের মেয়েদের নাম, গ্রামের নাম;নদীর নামও। তারপর তাদের রাতের ঘুমে ফিরে ফিরে আসে ট্রাম গুমটির শহর,সেই শহরের স্বপ্নের বারান্দায় পায়চারী করা সব ফুলেদের দল –– … আর সেই সব দেখে অন্ধকার কোনও আড়াল থেকে হাসতে থাকে অদৃশ্য পোস্টমাস্টার; যখন হাওয়ায়উথাল-পাথাল হয় সেই হারিয়ে যাওয়া মানুষদের মনে মনে লেখা অজস্র চিরকুট –– যখন নিজেরাই একেকটা গাছ হয়ে যেতে যেতে, তারা একে একে ভুলে যেতে থাকে এমনকি তাদের মেয়েদের নামও।…

Read More