তোমার বাঁশির আধভেজা সুরআনমনে পথ চলছিলো, তারহাত ধরেছি, হাতের ভেতরমুখ লুকিয়ে, ভেজা পাতারচোখের জলে তোমায় দেখি। দেখি, তুমি ডাকছ আমায় হাতছানিতেআধসারা কাজ রইল পড়েচলতে থাকে নেশার ঘোরে,টানছো আমায়, চলছি ভেসে বানভাসি,না জানি কোন সমুদ্দুরে যাচ্ছি চলেযাচ্ছে নিয়ে যাচ্ছে নিয়েঅরফিয়ুসের ঐ বাঁশি।
Read MoreAuthor: পুষ্পশ্রী মুখার্জী
সুখী ঘরণীর মুখোশের আড়ালে যে মুখটা রঙ ছুঁয়ে থাকতে চায়।