সময় যখন

সেদিন দুপুর বৃষ্টি অঝোর কফির কাপ ও দেরাজ ঘরে শ্রীজাততে মন বসে না…মল্লিকা, জয় থাকলো পড়ে | হাতের মুঠোয় জিয়নকাঠি ..চিলেকোঠায়..চৌপায়াতে একলা বসি | মন দিয়ে আজ লিখব শুধুই আবছায়াতে |   কাব্যি এলে জিয়নকাঠি স্বমহিমায় চলতে থাকে সাদাপাতায় মনের খাতায় কল্পলোকের গল্প আঁকে | ঠিক তখনই মুখর হলো মুঠো ফোনে শ্যামের বাঁশী “কেমন আছ?” বললো হেসে ভারি গলায় মিষ্টি মাসি!   মগজ জুড়ে আগল খোলা কাব্যকথার কলরবে, এমন সময়, আছি কেমন?..সেই কথাটাই জানতে হবে!! “ভালই আছি, তোমরা কেমন?…দুষ্টু আর জামাইবাবু?” একশো কথায় খানিক সময় চলকে পড়ে বেবাক কাবু |…

Read More