(১) ২৮ শে নভেম্বর সন্ধ্যে আটটা নাগাদ নিজের নামটা লিখে send করেছিল । সোমলতা । এক সেকেন্ডের মাথায় প্রত্যুতর আসে । মহাপুরুষ । তারপর কথা চলতে থাকে নিজের খেয়ালে , নিজের আবেগে , নিজের চাহিদায় , প্রয়োজনে । একটার পর একটা WhatsApp sms খুঁটিয়ে খুঁটিয়ে যত্ন নিয়ে দেখছে আজ সে । এর আগে তো কখনও smsগুলো দেখেনি এভাবে । “ আপনার কণ্ঠে একটি সঙ্গীত শুনিতে বড়ই সাধ হয় এখন । ” সোমলতার উত্তর যায় ,- “ আচ্ছা বুঝলাম। ” -কি বুঝলে শুনি একটু -সব বোঝার উত্তর হয়না । কেন যে…
Read MoreAuthor: Ankush Das
আমি জানি আমি জানি না । তাই খোঁজটা চালিয়ে যাচ্ছি । একটা নতুন মুহূর্ত , যা আমার ভাবনার উপসংহারের দর্পণ ; সেই দর্পণের আরও সামনে যাওয়া চেষ্টায় সিঁড়ি বেয়ে উঠছি....