ইচ্ছেনদী

আমার অনেকদিনের শখ আমি একটা নদী হব। সমতলের শান্ত চরপড়া নদীগুলোর মত নয়, বা পাহাড়ী ঝর্নার মত লাফিয়ে ছুটে আছড়ে পড়া নদীও নয়। ফল্গুর মত অন্তঃসলিলা নদী। আমি মাটির তলায় বালিতে ঢাকা নদী – কেউ দেখতে পাবে না আর আমি মাটির তলা দিয়ে বয়ে যাবো। শুধুমাত্র তুমি জানবে আমার অস্তিত্ব। তীব্র দাবদাহে আকন্ঠ পিপাসা নিয়ে মাটির আস্তরন সরাবে তুমি, আমার একটু স্পর্শ পাবার জন্য আকুল হবে তুমি। ভেজা মাটির সোঁদা গন্ধ পাবার জন্য লম্বা নিঃশ্বাস নেবে আমার বুকের খাঁজে নাক ডুবিয়ে। তারপর ধীরে ধীরে মাটি সরাতে থাকবে তুমি, এক একটা…

Read More