ঘুমের ভেতরে ঘুম ডেকে নেয় তাকে
বালিশ বিছানা সব ছিল পরিপাটি
ভেজাল ছিল না মনে সব ছিল খাঁটি
তবু পথ থেমে গেল যৌবনের বাঁকে
জল-ভরা কিছু মেঘে শোক মিশে থাকে
তার ছায়া খুঁজে চলে একলা দোপাটি
গ্রহণের ছায়া বুকে পাথরের বাটি
চোখের আড়াল থেকে অবিরাম ডাকে
দিন আসে দিন যায় নিথর সময়
ভেতরে ভেতরে শুধু বেড়ে চলে ক্ষয়
দোপাটির ডালপালা নুয়ে আছে শোকে
দূর থেকে মনে হয় অভিমানী সুধা
এত প্রেম কেন তুমি দিয়েছ বসুধা
কি করে নিজের ঘরে নিয়ে যাব ওকে